হোম > সারা দেশ > নীলফামারী

আওয়ামী লীগ জন্মগতভাবে চোর: ফখরুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

মানুষ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা মিথ্যা কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে আকাশপথে গতকাল শুক্রবার রাত ১০টায় সৈয়দপুরে বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব মন্তব্য করেন।

আকাশপথে তাঁর সঙ্গে আসেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ চৌধুরী টুকু।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে চোর। তাদের চরিত্রে দুইটা জিনিস আছে। একটা হলো চুরি, আরেকটা সন্ত্রাস। এই নিয়েই আওয়ামী লীগ সরকার। তারা ৭৫ সালেও বাকশাল কায়েমের মাধ্যমে জনগণের মতামতকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করে শোষণ করেছে। বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। এভাবে তাঁরা কৌশলে আবারও বাকশালি কায়দায় একদলীয় শোষণ প্রতিষ্ঠায় মত্ত।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। কারণ তাদের কোনো জনপ্রিয়তা নাই। বরং তারা জনগণের শত্রু। তাই তারা যখন বিএনপির সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি দেখে হিংসায় জ্বলে; সেই হিংসা, ঈর্ষা ও ভীতি থেকেই তাঁরা গণসমাবেশ ঠেকাতে গণপরিবহন বন্ধ করেছে। মন্ত্রীরা যে যতই বলুক, মূলত সরকারের নির্দেশেই এই ধর্মঘট ডাকা হয়েছে। এভাবে বাস বন্ধ করা বা জনদুর্ভোগ সৃষ্টি করা সরকারের ইন্ধন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। জনগণও এই সরকারের হরতালকে প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করবে।’

পরে মির্জা ফখরুলসহ বিএনপির অন্য নেতারা সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।

সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ