হোম > সারা দেশ > মাদারীপুর

পদ্মা সেতু চালুর পরেও সচল থাকবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও মাদারীপুর প্রতিনিধি

পদ্মা সেতু চালুর পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুট চালু থাকবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শনিবার মাদারীপুর ঘাট থেকে ঢাকায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাংবাদিকদের এ কথা জানান নৌ প্রতিমন্ত্রী।

সারা দেশে ফেরির চাহিদা রয়েছে জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আরও ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া ঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটনকেন্দ্র গড়ে উঠবে।’ 

শিমুলিয়ায় পর্যটনকেন্দ্রিক ইকো জোন গড়ে তোলা হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘নদীকে থামিয়ে রাখা যাবে না। নদী প্রবাহমান। নদীকে ঘিরে জীবন-জীবিকা অব‍্যাহত থাকবে। কেউ বেকার থাকবে না।’ 

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবে না; বরং কর্মসংস্থান হবে। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে।’ 

৩৭টি নদীবন্দর এবং সমুদ্রবন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল বলে জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর দক্ষ প্রশাসকদের মধ্যে একজন। লিডারশিপে অন্যতম। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। 

প্রতিমন্ত্রী বলেন, ‘গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখের বেশি মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।’

এর আগে আজ শনিবার সকাল ৯টার দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটসহ সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। 

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঐতিহাসিক জনসভার মূল সমন্বয়ক চিফ হুইপ মহোদয়। তিনি যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেভাবেই নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করছে। আজও চিফ হুইপ মহোদয় ঘাট ব্যবস্থাপনা দেখিয়ে দিলেন। তিন শতাধাক বড়-মাঝারি লঞ্চ এই জনসভায় আসবে। সেগুলোর ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দিলেন।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘জনসভাস্থলে ৩০ জুন পর্যন্ত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর সঙ্গে সারা দেশেই উৎসবের আয়োজন করা হয়েছে। আরও চমক থাকবে। জনসভা সফল করতে প্রতিদিনই আমাদের মন্ত্রী ও নেতৃবৃন্দ আসছেন। ১০ লাখের বেশি মানুষ জনসভায় আসবে। তাদের সুযোগ-সুবিধা নিয়ে তাঁরা কাজ করছেন।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আড়িয়াল খাঁ সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

মাদারীপুরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী শিশু নিহত, গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

লাল-হলুদ-রংধনু রঙের ক্যাকটাসে ভরা বাগান

ইতালিতে খুনের আড়াই মাস পর এল মরদেহ, কান্নায় ভেঙে পড়লেন স্বজনেরা

৪০ লাখের পর নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২০ লাখ দাবি

ভোটের মাঠে: মনোনয়ন পেতে মাঠে ৩ নারী

৭৩ কৃষি কর্মকর্তার পদ শূন্য, ভোগান্তিতে কৃষকেরা

মাদারীপুরে ভূমিকম্প অনুভূত

নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

একটাই ছেলে, ৪০ লাখ টাকা দিয়েও বাঁচাতে পারলাম না—লিবিয়ায় গুলিতে নিহত ইমরানের মায়ের আহাজারি