হোম > সারা দেশ > যশোর

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের অভিযোগ

­যশোর প্রতিনিধি

যশোরে যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা। ছবি: সংগৃহীত

যশোরে সম্রাট হোসেন (২৫) নামের এক যুবকের চোখ তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাতে শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহত সম্রাট শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। মাদক বেচাকেনা নিয়ে বিরোধ ও চাঁদার টাকা না পেয়ে এ ঘটনা ঘটেছে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তাঁরা একখণ্ড জমিসহ বাড়ি কিনেছেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করেন। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যান। ওই জমির দখল নিতে গেলে রাত ১০টার দিকে কুদরতসহ অন্যরা হামলা চালায়। এ সময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। একপর্যায়ে তাঁর দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। তাতে তাঁর চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

যশোর হাসপাতালের চিকিৎসক শাকিরুল ইসলাম বলেন, ‘সম্রাটের বাঁ চোখের চারপাশে পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সম্রাট রেলগেট এলাকার মাদক ব্যবসায়ী। ছুরিকাঘাতের ঘটনায় যাদের নাম আসছে, তারাও মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। ধারণা করছি, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা করা হচ্ছে।’

আরও খবর পড়ুন:

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার