হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য। 

মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’ 

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’ 

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’ 

আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ