হোম > সারা দেশ > ঢাকা

প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না দিলে যমুনা ঘেরাও করবেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আলটিমেটাম দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি। ছবি: আজকের পত্রিকা

‎প্রধান উপদেষ্টা বা তাঁর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ না করালে আগামীকাল মঙ্গলবার যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।

‎আজ সোমবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এই ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি সংগঠন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ।

‎সবুজ বলেন, ‘আমরা শাহবাগে সড়ক ব্লকেড কর্মসূচি পালন করেছি। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয় তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা শাহবাগে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

‎তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় আমরা সুষ্ঠু বিচার পাব। কিন্তু আমরা সেটা পাইনি। বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে কিন্তু আমাদের বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।’

সাবেক বিডিআর কর্মকর্তাদের বিভিন্ন দাবি নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দেয়। ছবি: আজকের পত্রিকা

এর আগে বেলা পৌনে ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় শাহবাগে যানচলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় তাঁরা। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

‎রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদেরকে সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে। সেই পর্যন্ত তারা যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু না করে তা বুঝিয়ে জাদুঘরের সামনে নিয়ে আসা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর পড়ুন:

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন