হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সব মোড় ছেড়ে শাহবাগে কোটাবিরোধী আন্দোলনকারীরা, পরবর্তী কর্মসূচি ঘোষণার অপেক্ষা 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এখন শাহবাগে অবস্থান করছেন। তারা পরবর্তী কর্মসূচি ঘোষণার অপেক্ষায় আছেন। 

বাংলা ব্লকেডের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পরে মৎস্য ভবন, কারওয়ান বাজার, পরীবাগ মোড় ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে অবরোধ করে রাখেন। 

প্রায় ৫ ঘণ্টার অবরোধ করে মোড় ছেড়ে একে একে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন মোড় ছেড়ে দেওয়ায় শাহবাগ মোড় ছাড়া অন্যান্য স্থানে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। 

সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। 

রাজধানীর বিভিন্ন মোড় ছেড়ে শাহবাগে জড়ো হওয়াকে ‘ব্যাক টু শাহবাগ’ কর্মসূচি নাম দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৫ টার সময়ে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, রাজধানীর অন্যান্য মোড় ছেড়ে দেওয়া হয়েছে। তারা শাহবাগে মোড়ে জড়ো হচ্ছেন। সেখানে পরবর্তী কর্মসূচি কী হবে, তার দিক নির্দেশনা দেওয়া হবে।

আরও খবর পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট