কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় একশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে জানিয়েছেন, কনটেইনারবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢোকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ রেলওয়ে পূর্ব বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে। যার কারণে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে চালক, সহকারী চালক এবং ট্রেনের পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে দুটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে বিভাগ। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকা বিভাগীয় ৪ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন—ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা। সদস্য হিসেবে থাকবেন—বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমোটিভ, বিভাগীয় প্রকৌশলী–১ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগেও একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে আছেন রেলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. শহিদুল ইসলাম। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।
আরও পডুন:
শিশুকে উদ্ধারে মায়ের শেষ আকুতি, টেনে বের করার সময় ছিঁড়ে গেছে অনেকের হাত–পা
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: বেঁচে ফিরবেন ভাবতে পারেননি জীবন মিয়া
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: শনাক্তের পর ১৫ লাশ পরিবারের কাছে হস্তান্তর
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: আহত ২১ জনকে ঢাকায় প্রেরণ
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ২ শিশুসহ একই পরিবারের ৪ জন ঢামেকে
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ১৭ লাশ উদ্ধার, চাপা পড়ে আছেন অনেকে
ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, ১৫ লাশ উদ্ধার
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলের ২ তদন্ত কমিটি
ট্রেন দুর্ঘটনা: ‘ভৈরব স্টেশন ছাড়ার সময় হঠাৎ বিকট শব্দ হয়’