হোম > সারা দেশ > ঢাকা

বেতন চেয়ে হুমকি পেলেন আলেশার কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মীরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে রূপসা টাওয়ারে আলেশার অফিসে জড়ো হন তারা। এ সময় আলেশা মার্টের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা শুরুতে তাদের বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর তাদের নানাভাবে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলা হয়। 

বরিশাল থেকে আসা আলেশা কার্ডের বিক্রয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমি ছেলেকে হাসপাতালে রেখে বকেয়া বেতন চাইতে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের হুমকি শুনতে হলো। আমাদের বলা হয়েছে চলে না গেলে বিপদে পড়তে হবে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন, ‘আমরা আলেশা কার্ডের ২১ জন কর্মী এখানে আছি। আমাদের ওপর মালিকপক্ষ হামলাও করতে পারে। বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।’ 

কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এ জন্য তারা নাম প্রকাশ করতে চাইছেন না। 

এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়। 

আলেশা কার্ডের কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। এদের কেউই পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। 

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট