হোম > সারা দেশ > চাঁদপুর

গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার-হানিফ

দমতলব প্রতিনিধি, (চাঁদপুর)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে সবার জন্য কাজ করছে সরকার। আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

আজ সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে যাওয়ার সময় মতলব সেতুর উত্তর প্রান্তে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের নেতৃত্বে এ দুই উপজেলায় আওয়ামী লীগ শক্তিশালী। তার মাধ্যমেই এই এলাকায় উন্নয়ন অব্যাহত থাকবে।

সরকার সার্বিক উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন দেশের মানুষের চোখে পড়ছে এটাই বড় কথা। জনগণ সরকারের সকল উন্নয়নের সুফল ভোগ করছে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. প্রফেসর শামসুল আলম।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার