ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদা নদী রেলস্টেশনে ভারতের বিএসএফের বাধার মুখে বন্ধ থাকা কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রোববার দুপুরে বিজয় এক্সপ্রেস ট্রেনযোগে আখাউড়া-আগরতলা প্রকল্প পরিদর্শনে আসার সময় সালদা নদী স্টেশনে কিছুক্ষণের জন্য নেমে বন্ধ থাকা কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত দুই দেশের উচ্চপর্যায়ের নেতাদের মধ্যে বন্ধ থাকা রেলের কাজ নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে শিগগিরই শুরু হবে বন্ধ থাকা কাজ।’
প্রসঙ্গত, সীমান্তের শূন্য রেখায় কাজ চলছে এমন অজুহাতে গত বছরের ৪ এপ্রিল বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় কসবা ও সালদা নদী এলাকায় রেলস্টেশন ও ডাবল লাইনের নির্মাণকাজ। প্রায় নয় মাস পর গত বছরের ২৪ ডিসেম্বর পুনরায় শুরু হলে তিন দিন পর আবারও বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায় কাজ।