হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোবাইলে মগ্ন যুবক, পায়ে সাপের ছোবলে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আরমান তালুকদার। ছবি: সংগৃহীত

সাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাতে ঘরে শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন আরমান। এর কোনো এক সময় জানালার পাশে রাখা পায়ে সাপে ছোবল দেয়। কিন্তু মোবাইলে মনোযোগী থাকায় তিনি তা টের পাননি। পরে শরীর খারাপ লাগলে বিষয়টি বুঝতে পারেন।

এরপর তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের। তিনি বলেন, ‘আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।’

এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আরমান তালুকদারকে দাফন করা হয়েছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা