হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোবাইলে মগ্ন যুবক, পায়ে সাপের ছোবলে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আরমান তালুকদার। ছবি: সংগৃহীত

সাপের ছোবলে আরমান তালুকদার (২১) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামের তালুকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে। তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাতে ঘরে শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন আরমান। এর কোনো এক সময় জানালার পাশে রাখা পায়ে সাপে ছোবল দেয়। কিন্তু মোবাইলে মনোযোগী থাকায় তিনি তা টের পাননি। পরে শরীর খারাপ লাগলে বিষয়টি বুঝতে পারেন।

এরপর তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের। তিনি বলেন, ‘আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেছিলেন তিনি।’

এই বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে আরমান তালুকদারকে দাফন করা হয়েছে।

হাটহাজারীতে বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের আনোয়ারা: মেডিকেল বর্জ্য খালে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চট্টগ্রামে নির্বাচনী লড়াই: রক্তাক্ত রাউজানে গিয়াসই প্রার্থী

সীতাকুণ্ডে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন