হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরীর নাম জান্নাতুল মাওয়া রিপা (১৭)। আজ সোমবার সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া এলাকায় তাঁর শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সে ওই এলাকার মো. মনিরুল ইসলামের মেয়ে এবং কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। 

পুলিশ প্রাথমিক ধারণা করছেন, ওই কিশোরী আত্মহত্যা করেছে। মেয়ে মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র মা বাবার সঙ্গে অভিমান করে। হয়তো এই কারণে আত্মহত্যা করতে পারে। 

জানা যায়, রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায় রিপা। সকালে অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে উঁকি দিয়ে দেখলে দেখা জানালার সঙ্গে ঝুলে আছে রিপা। ধারণা করা হচ্ছে রোববার রাতের কোনো এটা সময়ে আত্মহত্যা করেছে সে। 

রিপার বাবা মনিরুল ইসলাম বলেন, কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছি না। এমন কিছু হয়নি মেয়ে আত্মহত্যা করবে। 

কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মানচিপাড়ায় কিশোরীর মৃত্যুর খবর পেয়ে রাউজান থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। কেননা, মোবাইল ব্যবহার করা নিয়ে মা বাবার সঙ্গে অভিমান করে। তবুও, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া পুরোপুরি কিছু বলা যাবে না। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’ 

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা