হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাছ ধরার নৌকা থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১১ জনকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।

মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), মো. ইসমাইল (২০), আনিসুর রহমান (১৮), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম ওরফে মলয় (২০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭ সালে ২৩ জুন পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করে র‍্যাব। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এ ঘটনায় পরদিন র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. ময়নাল হক বাদী হয়ে পলাতক আরেকজনসহ ১৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন।

একই বছরের ৩১ অক্টোবর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এ সময় নিহত হওয়ায় মো. ফারুককে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। তা ছাড়া মামলার বিচার চলাকালে নজির আহমদ নামের এক আসামি মারা যান।

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগ গ্রহণ

চৌদ্দগ্রামে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

অস্ত্র হাতে ছবি ভাইরাল, রাঙ্গুনিয়ায় যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি