হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাছ ধরার নৌকা থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১১ জনকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।

মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), মো. ইসমাইল (২০), আনিসুর রহমান (১৮), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম ওরফে মলয় (২০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭ সালে ২৩ জুন পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করে র‍্যাব। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এ ঘটনায় পরদিন র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. ময়নাল হক বাদী হয়ে পলাতক আরেকজনসহ ১৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন।

একই বছরের ৩১ অক্টোবর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এ সময় নিহত হওয়ায় মো. ফারুককে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। তা ছাড়া মামলার বিচার চলাকালে নজির আহমদ নামের এক আসামি মারা যান।

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে