হোম > সারা দেশ > কক্সবাজার

মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা: ১৮ ‘দালালের’ বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সেন্ট মার্টিনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারসহ আটক রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরপথে মানব পাচারের চেষ্টার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার আটক ব্যক্তিসহ ১৮ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সেন্ট মার্টিন কোস্ট গার্ড বিসিবি স্টেশনে কর্মরত চিফ পেটি অফিসার আহাম্মদ আলী মিয়া বাদী হয়ে আটক ১২ দালালসহ ১৮ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন।’

জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ট্রলারসহ ২০৯ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকা দিয়ে একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে করে তাঁদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ১২ মানব পাচারকারীকেও আটক করা হয়। পরে তাঁদের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ২০৯ জনের মধ্যে ৪২ জন বাংলাদেশি এবং ১৬৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে। পরদিন বুধবার তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। যদিও প্রাথমিকভাবে আটক ব্যক্তির সংখ্যা ২১৪ বলে জানানো হয়েছিল। উদ্ধার ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার