হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দেশে বেড়াতে আসার একদিন আগেই মারা গেলেন মুব্বাশির

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরব প্রবাসী মুব্বাশির ভূঁইয়া আজ বুধবার দেশে বেড়াতে আসতে চেয়েছিলেন। কিন্তু গতকাল মঙ্গলবার তিনি স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে। সৌদি থেকে মুবাশ্বিরের এক বন্ধু গতকাল বিকেলে মোবাইল ফোনে তাঁর বাড়িতে মৃত্যুর খবর জানান।

মুব্বাশির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন। তিনি বলেন, ‘মুব্বাশিরের মৃত্যুর সংবাদটি পেয়েছি। তাঁর পরিবারে খোঁজ-খবর রাখছি। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মরদেহ দ্রুত যেন দেশে আসে সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি।’

মুব্বাশিরের ছোট ভাই মুকাদ্দেস ভুঁইয়া জানান, ঈদের পর ছুটিতে আজ বাড়িতে আসার কথা ছিল মুব্বাশিরের। পরিবারের সদস্যরা তাঁর আগমনের অপেক্ষায় ছিলেন। কিন্তু আসার আগের দিন তাঁর মৃত্যু সংবাদ পেল পরিবার। মুহূর্তের মধ্যেই সব আনন্দ ফিকে হয়ে হয়ে গেছে।

মুকাদ্দেস বলেন, ‘চার বছর আগে পরিবারের সুখের আশায় সৌদি আরবের জেদ্দায় যান ভাই। এরই মধ্যে ছয় মাস আগে দেশে এসে ছুটি কাটিয়ে আবার প্রবাসে চলে যান। ঈদের পর আজ ছুটিতে দেশে আসার কথা ছিল। আমি গাড়ি ভাড়া করে রেখে ছিলাম। কিন্তু এর আগেই স্ট্রোক করে মারা গেছেন তিনি।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা