হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপির সাহেবেরা নকল করতে ওস্তাদ: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবেরা কিছুই করতে পারেন না, তারা নকল করতে ওস্তাদ।

আজ সোমবার বিকেলে মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি স্লোগান দিয়েছেন “টেক ব্যাক আমেরিকা”। আমাদের বিএনপির সাহেবেরা, উনারা কিন্তু নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।’

এ সময় আইনমন্ত্রী হাস্যরস করে বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনের স্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। এখন কিন্তু উনারা বলে না বিল্ড বেটার। বিএনপি ওই বক্তব্য নকল করে ‘টেক ব্যাক আমেরিকার পরিবর্তন করে ‘টেক ব্যাক বাংলাদেশ বলে স্লোগান তুলছে’।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাইডেন কিন্তু বিল্ড বেটারও বলেছিলেন, ‘বিএনপির সাহেবেরা কিন্তু টেক ব্যাক বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ, যা হাস্যকর বটে।’

বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এক ইঞ্চি তারতম্য ঘটবে না।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি, জেলা পরিষদের সদস্য এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির