হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মো. ইউনুস (৩২) নামে এক কৃষক মারা যান। আজ শনিবার সকাল সাতটার সময় দোহাজারী পৌরসভার নতুন চাগাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস চাগাচর এলাকার আব্দুস ছালামের বাড়ির মো. মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কৃষক ইউনুস দুজন শ্রমিকসহ সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে নিজের খেত থেকে বেগুন উত্তোলন করতে যান। এ সময় হালকা দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর সহযোগী দুই শ্রমিক উঠে দাঁড়ালেও ইউনুস না ওঠায় তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ। রুমি দাশ বলেন সকালে ইউনুস নামে একজন ব্যক্তিকে হাসপাতালে আনার পর দেখা যায় তিনি মৃত। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘দোহাজারী পৌরসভার চাগাচরে বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবর শুনেছি।’

দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ‘একজন কৃষক বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সাহায্য-সহযোগিতা করা হবে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ