হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে খেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে মো. ইউনুস (৩২) নামে এক কৃষক মারা যান। আজ শনিবার সকাল সাতটার সময় দোহাজারী পৌরসভার নতুন চাগাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস চাগাচর এলাকার আব্দুস ছালামের বাড়ির মো. মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কৃষক ইউনুস দুজন শ্রমিকসহ সাঙ্গু নদীর দক্ষিণ পাড়ে নিজের খেত থেকে বেগুন উত্তোলন করতে যান। এ সময় হালকা দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনজনই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর সহযোগী দুই শ্রমিক উঠে দাঁড়ালেও ইউনুস না ওঠায় তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তাঁরা এসে স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন দোহাজারী হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রুমি দাশ। রুমি দাশ বলেন সকালে ইউনুস নামে একজন ব্যক্তিকে হাসপাতালে আনার পর দেখা যায় তিনি মৃত। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘দোহাজারী পৌরসভার চাগাচরে বজ্রপাতে একজন কৃষক মারা যাওয়ার খবর শুনেছি।’

দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ‘একজন কৃষক বজ্রপাতে মারা যাওয়ার খবর শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সাহায্য-সহযোগিতা করা হবে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে