হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মামলায় চট্টগ্রামে বিএনপির নেতা কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলায় বিএনপি নেতা আহমদ নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাঁকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। আহমদ নুর (৫৫) উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আইড়মঙ্গল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আহমদ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর দ্বিতীয় স্ত্রী রিমা আকতার (৩১) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার পর আদালতের পরোয়ানায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

মামলার বাদী রিমা আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের সংসারে তিন স্ত্রী। তাদের মধ্যে আমি দ্বিতীয়। আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। দুই বছর পর আরও টাকার জন্য আমাকে মারধর শুরু করে। আমাকে ভাড়া বাসায় রেখে কোনো দিন বরণ পোষন দেয়নি, এমনকি বাসা ভাড়াও।’ 

রিমা আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিলে আমি আদালতে মামলা করি। তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন কয়েক দিন আগে। আহম্মদ নুরের প্রথম স্ত্রীর দুই মেয়ে, এক ছেলে এবং আমার সংসারেও এক ছেলে রয়েছে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেছি।’ 

আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের বিরুদ্ধে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত পরোয়ানা জারি করলে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত