হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর মামলায় চট্টগ্রামে বিএনপির নেতা কারাগারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন মামলায় বিএনপি নেতা আহমদ নুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তাঁকে হাজির করলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। আহমদ নুর (৫৫) উপজেলার বটতলী ইউনিয়ন বিএনপি সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আইড়মঙ্গল এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকা থেকে আহমদ নুরকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১৫ ফেব্রুয়ারি নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর দ্বিতীয় স্ত্রী রিমা আকতার (৩১) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলার পর আদালতের পরোয়ানায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

মামলার বাদী রিমা আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের সংসারে তিন স্ত্রী। তাদের মধ্যে আমি দ্বিতীয়। আট বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের সময় আমার বাবা পাঁচ লাখ টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য। দুই বছর পর আরও টাকার জন্য আমাকে মারধর শুরু করে। আমাকে ভাড়া বাসায় রেখে কোনো দিন বরণ পোষন দেয়নি, এমনকি বাসা ভাড়াও।’ 

রিমা আরও বলেন, ‘গত ১৩ ফেব্রুয়ারি আমাকে মারধর করে বাসা থেকে বের করে দিলে আমি আদালতে মামলা করি। তৃতীয় স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন কয়েক দিন আগে। আহম্মদ নুরের প্রথম স্ত্রীর দুই মেয়ে, এক ছেলে এবং আমার সংসারেও এক ছেলে রয়েছে। আমি নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে মামলা করেছি।’ 

আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ নুরের বিরুদ্ধে স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত পরোয়ানা জারি করলে বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি