হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাঈদীর মৃত্যুর সংবাদ শেয়ার করে চাকরি হারালেন মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে ‘ইন্না-লিল্লাহ’ লেখায় চাকরি হারালেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের। 

গতকাল বুধবার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। 

অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক মাদ্রাসাটির ইবতেদায়ি শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। 

অব্যাহতির চিঠিতে ‘মাদ্রাসার কোনো শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না’ বলে উল্লেখ করা হয়।

চিঠিতে শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের ‘নিয়োগপত্রের ৪ ও ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছেন এবং জামায়াতে ইসলামি নামের রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন’ বলে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে আবু ছালেহ মো. যোবায়ের আজকের পত্রিকাকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার পর তাঁদের চ্যালেঞ্জ করেছি যে, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই।’

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত