হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাঈদীর মৃত্যুর সংবাদ শেয়ার করে চাকরি হারালেন মাদ্রাসা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে ‘ইন্না-লিল্লাহ’ লেখায় চাকরি হারালেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের। 

গতকাল বুধবার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। 

অব্যাহতিপ্রাপ্ত ওই শিক্ষক মাদ্রাসাটির ইবতেদায়ি শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। 

অব্যাহতির চিঠিতে ‘মাদ্রাসার কোনো শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না’ বলে উল্লেখ করা হয়।

চিঠিতে শিক্ষক আবু ছালেহ মো. যোবায়ের ‘নিয়োগপত্রের ৪ ও ৬ নম্বর শর্ত ভঙ্গ করেছেন এবং জামায়াতে ইসলামি নামের রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন’ বলে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে আবু ছালেহ মো. যোবায়ের আজকের পত্রিকাকে জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার পর তাঁদের চ্যালেঞ্জ করেছি যে, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই।’

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আজাহারীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন