হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার ঘুরে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

নোয়াখালীর চৌমুহনী থেকে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। কয়েক দিন ঘুরে একইভাবে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁদের। পথে দুর্ঘটনায় মারা যান দুজনই। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফে সিকদার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। কোন ধরনের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।  

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুনশিবাড়ির মৃত নূর হোসেনের ছেলে মো. সালাহ উদ্দীন (২৫) এবং একই জেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে মো. তৌহিদ উদ্দীন আহমেদ (৩২)। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন দুজন। সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা টাইম ক্যাফে নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও আরোহী দুজনই নিহত হন। এ সময় মহাসড়কে চলাচলরত গাড়ির চালকেরা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁদের মানিব্যাগে থাকা ঠিকানা অনুযায়ী পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ভোররাতে নিহত সালাউদ্দিনের ভাই থানায় এসে প্রথমে দুজনকে শনাক্ত করেন। 

নিহত সালাউদ্দিনের খালাতো ভাই নাজিম উদ্দিন বলেন, তিন দিন আগে মোটরসাইকেলে করে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তৌহিদ ও সালাউদ্দিন। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প