হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার ঘুরে বাড়ি ফেরা হয়নি দুই বন্ধুর

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

নোয়াখালীর চৌমুহনী থেকে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারে। কয়েক দিন ঘুরে একইভাবে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাঁদের। পথে দুর্ঘটনায় মারা যান দুজনই। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফে সিকদার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। কোন ধরনের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।  

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার করিমপুর এলাকার মুনশিবাড়ির মৃত নূর হোসেনের ছেলে মো. সালাহ উদ্দীন (২৫) এবং একই জেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহমেদের ছেলে মো. তৌহিদ উদ্দীন আহমেদ (৩২)। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে ফিরছিলেন দুজন। সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ছদাহা টাইম ক্যাফে নামক এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও আরোহী দুজনই নিহত হন। এ সময় মহাসড়কে চলাচলরত গাড়ির চালকেরা হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে দোহাজারি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁদের মানিব্যাগে থাকা ঠিকানা অনুযায়ী পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়। ভোররাতে নিহত সালাউদ্দিনের ভাই থানায় এসে প্রথমে দুজনকে শনাক্ত করেন। 

নিহত সালাউদ্দিনের খালাতো ভাই নাজিম উদ্দিন বলেন, তিন দিন আগে মোটরসাইকেলে করে নোয়াখালীর চৌমুহনী থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তৌহিদ ও সালাউদ্দিন। 

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে