হোম > সারা দেশ > চট্টগ্রাম

যে দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে স্লোগান দিল একদল এইচএসসি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ছবি: আজকের পত্রিকা

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার (২২ জুন) বেলা ১টার নাগাদ নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ডে এই আন্দোলন করে তারা। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর কারণ হিসেবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্কের কথা তুলে ধরে।

৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকে। বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করায় সেখানে সেবা নিতে আসা অনেকেই ভেতরে প্রবেশ করতে চেয়ে ভোগান্তিতে পড়েন।

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে অবস্থান করেছিল। আমরা তাদের জানিয়েছি, এই বিষয়ে আমাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তোমাদের দাবিদাওয়ার বিষয়ে আন্তবোর্ডে জানিয়ে দিয়েছি। আন্তবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় এটা বিবেচনা করবে। এভাবে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।’

আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলে, ‘করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবি জানায় সে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ