হোম > সারা দেশ > চট্টগ্রাম

যে দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গিয়ে স্লোগান দিল একদল এইচএসসি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। ছবি: আজকের পত্রিকা

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার (২২ জুন) বেলা ১টার নাগাদ নগরের মুরাদপুরে অবস্থিত শিক্ষা বোর্ডে এই আন্দোলন করে তারা। শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর কারণ হিসেবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আতঙ্কের কথা তুলে ধরে।

৩৫ থেকে ৪০ জন শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মূল ফটক বন্ধ করে দেয়। এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে তারা স্লোগান দিতে থাকে। বেলা ৩টা পর্যন্ত শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করায় সেখানে সেবা নিতে আসা অনেকেই ভেতরে প্রবেশ করতে চেয়ে ভোগান্তিতে পড়েন।

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে অবস্থান করেছিল। আমরা তাদের জানিয়েছি, এই বিষয়ে আমাদের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। তোমাদের দাবিদাওয়ার বিষয়ে আন্তবোর্ডে জানিয়ে দিয়েছি। আন্তবোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পর মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত দেবে। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় এটা বিবেচনা করবে। এভাবে শিক্ষার্থীদের বোঝানোর পর তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছে।’

আন্দোলনকারী এক শিক্ষার্থীরা বলে, ‘করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।’ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণের দাবি জানায় সে।

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার