হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: ৩ আসামির দায় স্বীকার করে জবানবন্দি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–সজিব হোসেন প্রকাশ বাহার, মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার ইসলাম। এর মধ্যে বাহার উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ২০টি ও মোবারক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। তিনজনই আন্ত: জেলা ছিনতাই চক্রের সদস্য।

আজ পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মো. আকতার হোসেন। তিনি বলেন, ‘স্বর্ণালংকার ও টাকা–পয়সা ছিনতাই করার উদ্দেশ্যে হিরালাল দেবনাথকে ছুরিকাঘাত করে হত্যা করে আসামিরা।’ পারিবারিক বা ব্যবসায়িক কোন দ্বন্দ্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ সুপার। হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

মো. আকতার হোসেন বলেন, ‘আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে জিয়াউর রহমান তুষার, গাজীপুরের টঙ্গী থেকে সজিব হোসেন বাহার ও রায়পুর থেকে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরে বিকেলে তিন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে মোবারক হোসেন ও জিয়াউর রহমান তুষার হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করেছেন।’

উল্লেখ্য, সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারে মাতৃশিল্পলায় নামে হিরালাল দেবনাথের একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ৮ আগস্ট রাতে দোকানের কার্যক্রম শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় পরের দিন নিহত হিরালাল দেবনাথের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ