চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকায় ভর্তি করা ২২ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান দুজন।
গতকাল শনিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা খালের মুখে তাতিয়া পুকুর পাড় সংলগ্ন এলাকা থেকে এসব চিনি উদ্ধার করে সদরঘাট নৌ-থানা পুলিশ। এ সময় চোরাই চিনি বহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।
নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন—মো. সাইফুল (৩০) এবং মো. রাজ্জাক ওরফে পিন্টু (২৭)। তাঁদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে বলেও জানান সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।
সদরঘাট নৌ-থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাতিয়া পুকুর সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। রাত হওয়ায় তাদের আর ধরা যায়নি।
এ সময় তাঁদের নৌকা থেকে ২২ বস্তা চিনি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জাহাজের মাধ্যমে চিনিগুলো আমদানি করা হচ্ছিল। সেখান থেকে চোরাকারবারিরা চুরি করে পাচার করছিলেন।