হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে ও গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

কবির হোসেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন (৩৫) নামের এক যুবদল কর্মীকে প্রথমে গুলি ও পরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তাঁকে হত্যা করা হয়। উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কবির হোসেন ওই গ্রামের হাজী বাড়ির নূর নবীর ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছে, আওয়ামী লীগের শাসনামলের প্রথম দিকে নিজের জীবনের নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে চলে যান কবির। গত ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তিনি। এর পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। আজ শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে জুমার নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে দুই রাউন্ড গুলি করে। একটি গুলি তাঁর পেটে, অপরটি পায়ে লাগে। এ সময় হামলাকারীরা তাঁর মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান হত্যাকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা