হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘গরুর বউত দাম, কিন্নুম ক্যানে’

ফায়সাল করিম, চট্টগ্রাম

কোরবানির আগে গরুর দাম যাচাইয়ে বাজারে আসেন অনেক ক্রেতাই। এই হাট সেই হাট ঘুরে তাঁরা আগেভাগে যাচাই করেন কোরবানির পশুর দাম। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বিবিরহাট গরুর বাজার ভরপুর ছিল এমনই অনেক সম্ভাব্য ক্রেতায়। তাঁদেরই একজন ব্যাংক কর্মচারী মো. আলম। থাকেন বিবিরহাট কাঁচাবাজারের আগে মোহাম্মদপুরের ২ নম্বর গেটের একটি আবাসিক এলাকায়। বাজারের অবস্থা জানতে চাইতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বললেন, ‘এবার তো অবস্তা বালা ন, গরুর বউত দাম দেহির, কিন্নুম ক্যানে!’

কথায় কথায় তিনি জানালেন, প্রতিবছর দুই খালাতো ভাইয়ের সঙ্গে ভাগে কোরবানি দেন। এবারে গরু কিনতে বরাদ্দ ১০ হাজার টাকা বাড়ালেও শেষমেশ এই দামে গরু পাবেন কি না, তা নিয়ে আছেন দুশ্চিন্তায়।

বহদ্দারহাটের ব্যবসায়ী ইউনুচ গণি এসেছেন ভাইকে নিয়ে। গরুর দাম কেমন জিজ্ঞেস করতেই হতাশা মেশানো কণ্ঠে বললেন, ‘গতবার প্রথম দিকেও গরুর দাম এমন ছিল না।  বাজার ঘুরে ছোট গরুর দাম গতবারের চেয়ে ৩০–৪০ হাজার টাকা আর বড় গরু ২০–৩০ হাজার টাকা বাড়তি মনে হচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিবিরহাটে গরু নিয়ে এসেছেন আল আমিন নামের গরু ব্যবসায়ী। গরুর দাম বেশি কেন জিজ্ঞেস করতেই জানালেন, এবার গরুর খাবার থেকে শুরু করে চট্টগ্রামে আনার ট্রাক ভাড়া পর্যন্ত সবকিছুতেই বাড়তি খরচ হচ্ছে। তাই গরুর দাম না বাড়িয়ে উপায় নেই।

সাগরিকা গরু বাজারের ইজারাদার মো. শাহেদ বলেন, এখনো অনেক পশু আসা বাকি। তা ছাড়া ক্রেতারাও এখনো পুরোদমে গরু কেনা শুরু করেননি। তাই দামটাও হয়তো এখন বেশি বলছে। তবে আশা করি পুরোদমে যখন বেচাকেনা শুরু হবে, তখন গরুর দাম নাগালের মধ্যেই আসবে।

নগরীর বিশ্বকলোনি থেকে সাগরিকা বাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী সিয়াম বিল্লাহ। কিনেছেন ১ লাখ ৫০ হাজার টাকায় একটি দেশি জাতের গরু। তিনি বলেন, এবার সম্ভবত ভারতীয় গরু না আসায় গরুর দাম বেশি হাঁকছে। এবার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বারবার হাটে আসা যাবে না। তাই ভিড় এড়াতে আগেভাগেই একটু বেশি দামেই নিয়ে নিলাম।’  গতবার একই ধরনের গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন বলে জানালেন তিনি।

গরুর দামের বিষয়টি জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আশরাফুল আলম খান বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন খরচ বাড়ে। তাই হয়তো গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে। করোনার কারণে শুরু থেকেই আমাদের সাজেশন ছিল ক্রেতারা যেন অনলাইন বা খামার থেকে গরু কেনেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত