হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় রাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার নিজ ফেসবুক আইডিতে এ কথা জানান ওই প্রার্থী। এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। 

সেলিম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মির্জাপুর বাংলাবাজার এলাকার আমার বাড়িতে হামলা চালিয়েছে। এরই মধ্যে আমার ফেসবুক আইডি থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে।’  

হামলার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গিগগিরই মামলা করা হবে।’   

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। পরে রাতে আমার কর্মীরা তাঁর বাড়ির ওপর হামলা চালায়। এ ঘটনা শুনে আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গেছিলাম। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল করেন সেলিম চৌধুরী।’   

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানায় মামলা রুজু করা হবে।’

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ