চট্টগ্রামের বাঁশখালীতে জায়গাজমির বিরোধের জেরে চাচার হাতে এক ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কাথরিয়া ইউনিয়নের মাইদারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁরা হলেন শাহজাহান, শাহ আলম, নাসির, নুর হুসেন, হাছান, নয়ন। তাঁর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত আলমগীরের ছেলে ইয়াকুব হোসেন ও নুর হোসনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকালে এই বিরোধ নিরসনে সালিস বৈঠকে কথা-কাটাকাটির জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ইয়াকুব হোসেনের ছেলে শাহাব উদ্দীন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
কাথরিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক আহমদ চৌধুরী জানান, ইয়াকুব হোসেন ও নুর হোসনের মধ্যে দীর্ঘদিন ধরে জমির বিরোধ নিয়ে সংঘর্ষ হলে ইয়াকুব হোসেনের ছেলে শাহাব উদ্দীন খুন হন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত দাশ জানান, সকাল সাড়ে ৯টার দিকে শাহাব উদ্দীনকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। তার ভাই ও বাবাও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাহাব উদ্দীনের মৃত্যুর পর চিকিৎসাধীন নুর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দীন পিপিএম জানান, এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।