হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে হাসপাতালে আগুন, দুই ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

আগুনে ক্ষতিগ্রস্ত সাব স্টোররুম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কে রোগী ও তাদের স্বজনেরা দিগ্‌বিদিক ছোটাছুটি করে। এ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড এবং বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার সাব স্টোররুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামের তিন কর্মচারী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।

রোগী আবুল কাশেম বলেন, বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাব স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা ‘আগুন! আগুন!’ বলে চিৎকার শুরু করেন। এ সময় আতঙ্কে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লি বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও হাসপাতালের কর্মীদের সহযোগিতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা