হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২২ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর আলেক্সান্ডার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। দফায় দফায় সংঘটিত এই সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান, পিরাছা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জহির উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ফয়সালের নেতৃত্বে কিশোর গ্যাং পিকে গ্রুপের সদস্যরা দুপুরে আলেক্সান্ডার বাজারে অপর কিশোর গ্যাং আরিফ গ্রুপের সাদ্দাম হোসেনকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে ফয়সালের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফের পক্ষের শাহেন শাহ, তৌফিকুজ্জামান পিরাছা, রফিকুল ইসলাম রিয়েল, তাওহীদুল ইসলাম রাজা, ইকরা, তানিম, সাদ্দাম ও আবদুর রহমান এবং ফয়সলের পক্ষের জামাল উদ্দিন, ফয়সাল, হৃদয়, ছালেহ উদ্দিন, হান্নান, জহির, বেল্লাল, মাহে আলম, মমতাজ বেগম, তাছনুর বেগমসহ উভয় পক্ষের ২২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘সংঘর্ষে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার