হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে হামলা–ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখিল এলাকায় আজকের পত্রিকার প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাসার আসবাবপত্র ভাঙচুর, গাছের আম লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখিল এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সবুজ শর্মা শাকিল জানান, গতকাল শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান রবিনের নাম ভাঙিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁর ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দিলে সন্ত্রাসীরা তাঁর বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা চালায়। এর আগে তাঁর বাড়ির দুটি গাছের আম সব কেড়ে নিয়ে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান রবিন বলেন, ‘এ হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সন্ত্রাসীরা কেন তাঁর নাম ভাঙিয়ে হামলা করেছে তা তার জানা নেই।’ 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল