হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সাংবাদিকের বাড়িতে হামলা–ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখিল এলাকায় আজকের পত্রিকার প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাসার আসবাবপত্র ভাঙচুর, গাছের আম লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের ভাইয়েরখিল এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সবুজ শর্মা শাকিল জানান, গতকাল শুক্রবার বিকেলে বাড়বকুণ্ড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান রবিনের নাম ভাঙিয়ে কয়েকজন সন্ত্রাসী তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাঁর ঘরের ভেতর ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দিলে সন্ত্রাসীরা তাঁর বৌদি মঞ্জু শর্মা ও বোন শিখা শর্মার ওপর হামলা চালায়। এর আগে তাঁর বাড়ির দুটি গাছের আম সব কেড়ে নিয়ে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে চাইলে ইউপি সদস্য আব্দুল মান্নান রবিন বলেন, ‘এ হামলার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সন্ত্রাসীরা কেন তাঁর নাম ভাঙিয়ে হামলা করেছে তা তার জানা নেই।’ 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার