রাঙামাটি বাঘাইছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত দুজনের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। নিহত দুজন ছিলেন ইউপিডিএফের বাঘাইছড়ি পরিচালক জানং চাকমা এবং জেএসএস দলের সশস্ত্র কমান্ডার তুজিম চাকমা।
এর আগে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলো নামক স্থানে বন্দুকযুদ্ধে তাঁরা নিহত হন। এ সময় মনির হোসেন নামে স্থানীয় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
বাঘাইছড়ি থানার পুলিশের উপপরিদর্শক সাইদ আসাদ বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কেউ না নিলে বেওয়ারিশ হিসেবে দাহ করা হবে। মামলার বাদী পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।