হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউপি সদস্য মিরন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি মো. মিলন ওরফে সিএনজি মিলন ও রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামাল হোসেন, জসিম উদ্দিন, মো. শাহজাহান, ফয়সাল খান জয়, মো. মিলন প্রকাশ সিএনজি মিলন, আল আমিন, বরকত, নিশান, রুবেল, চরচামিতা সুমন ও লোকমান।

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আলমগীর, মাহফুজ আলম বেরাইজ্জা সুমন, মামুন, জুয়েল হোসেন, কাউসার হোসেন রাজন, শাহ আলম পাটওয়ারী সোহাগ, আলাউদ্দিন সুমন, কাউসার, রিপন, সামছুদ্দিন সামু ও কামাল খান।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় মো. মিলন ওরফে সিএনজি মিলন ও রুবেল হোসেন নামের দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এই রায়ে রাষ্ট্র ও বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দুই দিন পর ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে ২০২০ সালের ৬ জুলাই ২২ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর আগে মামলার তিন আসামি আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে কালা শাহাদাত, ইলিয়াস কোবরা ও খোরশেদ আলম মারা যান।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে