হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে অর্থ আত্মসাতের দায়ে ২ নারী এনজিওকর্মীর কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে গ্রাহককে মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার কারণে দুই নারী এনজিও কর্মীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা স্থানীয় বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিওর কর্মী।

আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী সুমাইয়া ও একই এলাকার মো. শামছুর স্ত্রী ফাতেমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিওর হয়ে ২৭০০ গ্রাহকের টাকা প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারা। সেই সঙ্গে মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার করেও টাকা নিয়েছেন তারা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী তাদেরকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে