হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার মণ্ডপ কমিটির পক্ষ থেকে আরেক মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ে পূজামণ্ডপে হামলার ঘটনায় এবার মণ্ডপ কমিটির পক্ষ থেকে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২৫০ জনকে। গত মঙ্গলবার রাতে এই মামলা করা হয়। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম। 

অপর দিকে পবিত্র কোরআন রেখে অবমাননার ঘটনায় দায়েরকৃত মামলা বুধবার দুপুরে সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে। 

সিআইডি-কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে থাকা ইকবাল হোসেন, ৯৯৯-এ পুলিশকে ফোন করা ইকরাম এবং দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। 

এ দিকে বুধবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, গত ১৩ অক্টোবর ঘটনার দিন নানুয়া দীঘির উত্তর পাড়ের অস্থায়ী সেই পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনা ও পরবর্তী ভাঙচুরসহ সহিংসতার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে ওই পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে তরুণ কান্তি মদন মিঠুন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

সন্ধ্যায় সিআইডি-কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, বুধবার দুপুরের দিকে কোতয়ালী মডেল থানা-পুলিশ এ মামলাটির ডকুমেন্ট বুঝিয়ে দিয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

 

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের প্রতি গোলাম আকবরের আহ্বান

বোয়ালখালীতে শিকলে বেঁধে রিকশাচালককে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

এবার আমরা সরকার গঠন করব: জামায়াত নেতা ডা. তাহের

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার