হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ, আহত ৯ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

যুবলীগ ও ছাত্রলীগের মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুর বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ উত্তর বাজারে এই ঘটনা ঘটে। 

হামলার ঘটনায় হাসপাতালে ৯ জন চিকিৎসা নিলেও ১৫ জন আহত হওয়ার দাবি করেছেন কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন রশিদ চৌধুরী। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জন্টু দাশ জানান, ঘটনার পরে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

হাসপাতালে ভর্তি আহতরা হলেন কমলনগর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. শরীফ। 

হারুন রশিদ চৌধুরী জানান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমামকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করে কমলনগর উপজেলা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তোরাবগঞ্জ উত্তর বাজার এলাকায় নেতা-কর্মীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন। 

সাবেক চেয়ারম্যান আশরাফের নেতৃত্ব মোটরসাইকেল আরোহী একদল লোক এসে মানববন্ধনে অংশ নেওয়া নেতা-কর্মীদের রাস্তা ছেড়ে যেতে বলেন। এ নিয়ে হট্টগোল হলে মানববন্ধনকারীদের ওপর হামলা চালান আশারাফের লোকজন। এতে ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের ১৫ জন আহত হন বলে দাবি হারুন রশিদ চৌধুরীর। 

অভিযোগের বিষয়ে জানতে আশরাফ উদ্দিন রাজন রাজুর মোবাইল ফোনে একাধিকবার কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

তোরাবগঞ্জ বাজারের স্থানীয় লোকজন জানান, ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক চেয়ারম্যান আশরাফের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটেছে। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি পুরোপুরি জেনে সাংগঠনিক ব্যবস্থা নেব।’ 

ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয় বলে জানান কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় এনেছে। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার