হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর ও করিডর কাউকে না দেওয়ার সুস্পষ্ট ঘোষণা চান বক্তারা

 কুমিল্লা প্রতিনিধি 

বন্দর বাঁচাতে, করিডর ঠেকাতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে কুমিল্লার সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিকে যুক্ত করার উদ্যোগ, রাখাইনের সঙ্গে মানবিক করিডর চালু এবং স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে বাংলাদেশকে ‘সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে’ জড়ানোর ষড়যন্ত্র বন্ধের দাবিতে রোডমার্চ করেছে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম।

আজ শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রোডমার্চ শুরু হয়ে কুমিল্লায় এসে শেষ হয়। দিন শেষে কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় চট্টগ্রাম বন্দর বিদেশি হস্তক্ষেপে দেওয়া কিংবা করিডরের নামে ভূখণ্ড ব্যবহার করার পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর ও করিডর কাউকে দেওয়া হবে না—এই মর্মে দ্রুত ও স্পষ্ট ঘোষণা দিতে হবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘আমরা রোডমার্চ করছি—আপনি নিশ্চয়ই শুনেছেন। কাল চট্টগ্রামে সমাবেশের আগেই ঘোষণা দিন, চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হবে না, করিডরও কাউকে দেওয়া হবে না। কারণ, আজকের এই সংগ্রামে দেশের সাধারণ মানুষ আমাদের পাশে আছে, আমরা বিজয়ী হব।’

সমাবেশে বিভিন্ন বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন—কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা।

আয়োজকেরা জানান, অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রায় ৬০০ নেতা-কর্মী রোডমার্চে অংশ নেন। কর্মসূচির শুরুতে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের শিল্পীরা পরিবেশন করেন ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘জনতার সংগ্রাম চলবেই’ গান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী এবং সঞ্চালনা করেন রোডমার্চ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব খায়রুল আনাম রায়হান।

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার