হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী নেতাদের আলোচনার জন্য ডেকেছেন আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই বিচারকের অপসারণ দাবিতে আন্দোলনরত ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচি তিন দিন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আলোচনার জন্য নেতাদের ঢাকায় ডেকেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল।

আদালত বর্জনরত থাকা আইনজীবী সমিতির আজ বিশেষ সাধারণ সভায় নতুন করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এরপর আইনমন্ত্রী আলোচনার জন্য আইনজীবী নেতাদের ঢাকায় ডাকেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় শেষ হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বাড়িয়েছি।’

তিনি বলেন, ‘শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকে। তাই রোববার (১৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আগামী তিন কার্যদিবস আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। যদি দাবি মেনে নেওয়া না হয়, এই কর্মসূচি আরও বাড়বে। আজ বৃহস্পতিবার রাত ৯টায় আইনমন্ত্রী মহোদয় আমাদের ডেকেছেন। আমরা সেখানে বিস্তারিত তুলে ধরব।’

গত ১ ডিসেম্বর কয়েকজন আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। পরে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি। পরে ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি আর ৩ দিন আদালত বর্জন করে আইনজীবীরা।

এর মধ্যে বিচারকের সঙ্গে তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জেলা আইনজীবী সমিতি সভাপতিসহ তিন আইনজীবীকে সমন ও শোকজ করেন। এ ছাড়া আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় আগামী ১৭ জানুয়ারি ২১ জন আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট।

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর