হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দায়িত্বে অবহেলায় ৩ টিকিট কালেক্টর বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তিন টিকিট কালেক্টরকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে। তাঁদের পরিবর্তে বুকিং সহকারী তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেটি নিয়মের ব্যত্যয় বলছেন সংশ্লিষ্টরা। 

রেলওয়ে সূত্র জানায়, গত বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব চট্টগ্রামে আসেন। ওইদিন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা ছিলেন। স্টেশনের গেটে যাদের টিকিট চেক করার দায়িত্ব তাঁরা ছিলেন না। ফলে ওই দিনই তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়। এদের পরিবর্তে তিন বুকিং সহকারীকে দায়িত্ব পালন করতে বলা হয়। 

সাময়িক বরখাস্ত হওয়া তিনজন টিকিট কালেক্টর হলেন কামরুল ইসলাম, আবু সাইদ ফিরোজ ও মো. সবুজ। তাঁদের পরিবর্তে দায়িত্ব পালন করছেন বুকিং সহকারী জহিরুল ইসলাম, যতন শীল ও গোপীনাথ। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ডিউটি শেষ পর্যায়ে হওয়ায় ওই তিনজন গেট ছেড়ে বাসায় চলে যান। ওই দিন রেলপথ মন্ত্রণালয়ের এক যুগ্মসচিব মহোদয় এসেছিলেন। দায়িত্ব অবহেলায় ওই তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।’

দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে চাইলে কামরুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বুকিং সহকারী জহিরুল ইসলাম বলেন, ‘মৌখিকভাবে টিসির দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’

রেলওয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিসির দায়িত্ব বুকিং সহকারীকে দেওয়াটা উচিত হয়নি। রেলওয়ের ইতিহাসে এ রকম ঘটনা আর ঘটেনি। দায়িত্ব দিতে চাইলে পূর্বাঞ্চলের বিভিন্ন স্টেশন থেকে টিসি এনে সাময়িক দায়িত্ব দিতে পারত। 

সার্বিক বিষয়ে জানতে চট্টগ্রামের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ইতি ধরের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকের ফোন ধরেন না। দায়িত্বও ঠিকমতো পালন করেন না। পাহাড়তলীর নিজ অফিসে কমিশনের ভিত্তিতে শুধু ফাইলে সইয়ে ব্যস্ত থাকেন।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের