হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামবাসী কি আইয়ুব বাচ্চুকে ভুলে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অথচ তাঁর স্মরণে নেই কোনো অনুষ্ঠান। পারিবারিকভাবে ছোট করে শুধু মিলাদ হয়েছে। মৃত্যুর পাঁচ বছর পর চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে যাবেন, তা মানতে পারছেন না স্বজনেরা।

আইয়ুব বাচ্চুর মামাতো ভাই মো. হামিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের জন্য আইয়ুব বাচ্চু একজন নক্ষত্র। অথচ মৃত্যুর মাত্র পাঁচ বছরে চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে গেছে। যেটি আসলে খুবই দুঃখজনক। পারিবারিকভাবে চট্টগ্রাম স্টেশন রোডে ছোট করে একটা মিলাদের আয়োজন করেছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়রের ওপর ক্ষোভ প্রকাশ করে হামিদ হোসেন বলেন, ‘আগের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চু ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বর্তমান মেয়রের সময় কোনো কিছু করা হয়নি। এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোও বাচ্চু ভাইয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করেনি।’

চট্টগ্রামের মানুষ ভুলে গেলেও তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে