হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামবাসী কি আইয়ুব বাচ্চুকে ভুলে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। অথচ তাঁর স্মরণে নেই কোনো অনুষ্ঠান। পারিবারিকভাবে ছোট করে শুধু মিলাদ হয়েছে। মৃত্যুর পাঁচ বছর পর চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে যাবেন, তা মানতে পারছেন না স্বজনেরা।

আইয়ুব বাচ্চুর মামাতো ভাই মো. হামিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের জন্য আইয়ুব বাচ্চু একজন নক্ষত্র। অথচ মৃত্যুর মাত্র পাঁচ বছরে চট্টগ্রামের মানুষ তাঁকে ভুলে গেছে। যেটি আসলে খুবই দুঃখজনক। পারিবারিকভাবে চট্টগ্রাম স্টেশন রোডে ছোট করে একটা মিলাদের আয়োজন করেছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়রের ওপর ক্ষোভ প্রকাশ করে হামিদ হোসেন বলেন, ‘আগের মেয়র আ জ ম নাছির উদ্দীন ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চু ভাইয়ের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু বর্তমান মেয়রের সময় কোনো কিছু করা হয়নি। এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোও বাচ্চু ভাইয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করেনি।’

চট্টগ্রামের মানুষ ভুলে গেলেও তাঁর স্মৃতি ঘিরে পরিবার নিয়েছে বেশ কিছু উদ্যোগ। পাঁচ বছর ধরে আইয়ুব বাচ্চুর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়ামের স্বপ্ন দেখে আসছে আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ। ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে