হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মারা গেছেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন

প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জ এম ইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রুহুল আমিন (৭৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ্‌রোগ, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

মরহুমের বড় ছেলে মো. জাহিদ হোসেন বলেন, গতকাল বুধবার সকালে বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেলে দ্রুত ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ঢাকার পপুলার হাসপাতালে মারা যান তিনি। 

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ আছর রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ আদায়ের পর আঙ্গারপাড়া নোয়া বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারি বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা (১৯৭৯-৮০ ইং) ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম রুহুল আমিন গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন। দলের জন্য নিবেদিত প্রাণ একজন সৈনিক জীবনের শেষদিন পর্যন্ত বিএনপিকে বুকে আগলে রেখেছেন। 

রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপিসহ বিএনপি ও বিভিন্ন দলের নেতা–কর্মীরা। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে