হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মূল্য তালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বাজার তদারকির অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। 

তিনি আজকের পত্রিকা বলেন, ‘আজ ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকসে পণ্যের গায়ে মূল্য না থাকায় এক হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন–চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ