হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাশ কাঁধে কাদা-পানি পাড়ি দিয়ে কবরস্থানে, ২৫ বছরেও হয়নি সড়ক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা এলাকা। চলাচলের জন্য একটি সড়ক থাকলেও তা নষ্ট হয়ে যায় ২৫ বছর আগে। এর পরে আর নির্মিত হয়নি সড়ক। গ্রামের সিংহভাগ কালভার্ট হয়ে গেছে ভরাট। এমন অবস্থায় সারা বছর এ এলাকাটি পানি-কাদায় মেখে থাকে। এমনকি লাশ কবরস্থানে নিতে মাড়াতে হয় পানি আর কাদা দিয়ে।

খোর্দ্দ গহিরা এলাকার আমিরুজ্জামান (৬০)। আজ মঙ্গলবার দুপুরে তাঁর মরদেহ কাঁধে নিয়ে জানাজা শেষে হাঁটু পানিতে কাদা মাড়িয়ে নিয়ে এসেছেন কবরস্থানে। একটি সড়কের অভাবে স্বজনের শেষ যাত্রায় পড়তে হয় ভোগান্তিতে।

মৃত আমিরুজ্জামান একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। আজ ভোরে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা মো. নাছির উদ্দিন বলেন, সারা বছর ধরে এখানে কাদা ও পানি থাকে। পানি যাওয়ার জন্য সরকার যে কালভার্টগুলো নির্মাণ করেছে সেগুলো অনেকেই বাড়ি তৈরির সময় ভরাট করে ফেলেছে। ছয়টি পাড়া মহল্লার মানুষের জন্য এই কবরস্থানটি। সাগরের জোয়ারের পানিতে সড়ক নষ্ট হওয়ার পর আর কোনো দিন সড়ক নির্মাণ হয়নি।

মো. নাছির উদ্দিন আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে কবরস্থানে যাওয়ার কোনো সড়ক না থাকায় কষ্টের শেষ নেই এ এলাকার মানুষের। স্বজনদের কবর জেয়ারতে যাওয়ার জন্য পানি-কাদা পেরিয়ে লাশ নিয়ে যেতে হয় কবরস্থানে।

মৃত আমিরুজ্জামানের ছেলে মো. সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘স্বজনেরা যখন মারা যায়, তখনই বোঝা যায় কবরস্থানের প্রয়োজনীয়তা। সমাজে বিত্তবান যারা রয়েছেন তারা সহযোগিতা করলে এত দুর্ভোগ হতো না। কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্দেশ দিলেও কেন কাজ করছেন না তা আমাদের জানা নেই।’

রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিন শরীফ বলেন, ‘পানি ও কাদার ওপর দিয়ে এভাবে লাশ দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া অমানবিক। এ কবরস্থানের জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ১০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এক ঠিকাদার কাজটি পাওয়ার পরও এখনো পর্যন্ত কাজটি করছেন না। আমি ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও এটি সমাধান হয়নি। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলী অফিসকে জানিয়েছি।’

সড়কটির বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী তসলিমা জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে আগামী রোববার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে যদি ঠিকাদার সড়ক নির্মাণের কাজ শুরু না করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নতুন করে টেন্ডার দেওয়া হবে।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়