হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

চামড়া কেনার জেরে হামলা, আহত ৪

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগী হালিমা বেগম, নুর নেছার। 

আজ সোমবার সকালে উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারী হাট এলাকার কালা ভূঁইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

হামলায় আহতরা হলেন হালিমা বেগম (৩০), নুর নেছা (৬০), মো. রাছেল (২১), রহিমা বেগম (৩০)। 

আহত হালিমা বেগম বলেন, সকাল বেলায় কিছু লোকজন তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের লোকজনকে মারধর করে। হামলায় আমিসহ পরিবারে চারজন আহত হয়েছেন। তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেনের নেতৃত্বে এ হামলা হয়। 

ভুক্তভোগী পরিবারের মো. শরীফ জানান, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে দোকানদার গনি ও চামড়া ক্রেতা আব্দুল খালেকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে খালেক ক্ষিপ্ত হয়ে শরীফ ও তাঁর লোকজনের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু আজ সকালে হঠাৎ খালেকের ভাগনে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীরের নেতৃত্বে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা করেন। এতে তার আত্মীয় হালিমা, নুর নেছাসহ চারজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে রাস্তার পাশের গনির দোকানে দুপক্ষের লোকদের মারামারি হয়। সেই মারামারির জের ধরে আজ সকালে খালেকের পক্ষের কিছু লোকজন শরীফদের বাড়িতে হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

হামলার বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক বলেন, ‘চামড়া কেনা নিয়ে গতকাল রোববার গনির দোকানের সামনে শরীফ ও রাছেলদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ভুক্তভোগী পরিবারের লোকজন আমার মাথা ফাটিয়ে দিয়েছে। বিষয়টি আমার ভাগনে আলমগীরকে জানাই। তবে সে কি করেছে তা আমি জানি না।’ 

তবে হামলার অভিযোগের অস্বীকার করেছেন তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আলমগীর হোসেন। তিনি বলেন, ‘আমারর নেতৃত্বে কোনো হামলা হয়নি। তবে অভিযুক্ত খালেক আমার আপন মামা হন।’ 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে