হোম > সারা দেশ > কক্সবাজার

স্ত্রী-সন্তানসহ দুদকে সংসদ সদস্য জাফর আলম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম নিজের এবং স্ত্রী ও দুই সন্তানের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দিতে আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে হাজির হয়েছেন। দুপুর ১২টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার কার্যালয়ে উপস্থিত হন তাঁরা। 

গত ২৪ আগস্ট দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের স্বাক্ষরে তাঁদের আলাদা চিঠি দিয়ে দুদকে তলব করা হয়। চিঠিতে সংসদ সদস্য জাফর আলম, তাঁর স্ত্রী শাহেদা বেগম, মেয়ে তানিয়া আফরিন ও ছেলে তানভীর সিদ্দিকী তুহিনকে হাজির হয়ে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। 

দুদকের নোটিশ সূত্রে জানা যায়, শাহেদা বেগম সরকারি জমি, চিংড়িঘের, জলমহাল দখল ও অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ আনা হয়। জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

তাঁদের এনআইডি কার্ড, পাসপোর্ট, আয়কর রিটার্নের কপি, ব্যাংক হিসাব বিবরণী, স্থাবর-অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয়ের দলিল এবং তাঁদের ওপর নির্ভরশীলদের আয়ের বিবরণীসহ সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। 

দুদক ৪ সেপ্টেম্বর তাঁদের হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছিল। ওই দিন সংসদ সদস্য জাফর আলম চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি। 

এ বিষয়ে শাহেদা বেগম দাবি করেছেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। মূলত আমার স্বামী সংসদ সদস্য জাফর আলমের রাজনৈতিক বিরোধী গ্রুপ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই অভিযোগ দিয়েছে।’ তিনি প্রশ্ন করেন, ‘একজন নারীর পক্ষে জমি, চিংড়িঘের, মাদক কারবার, চাঁদাবাজি করা কী করে সম্ভব?’ 

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম দুদকের সম্পদের অনুসন্ধানকে একটি বিশেষ মহলের ষড়যন্ত্র বলে দাবি করে আসছেন। তিনি বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুরো তদন্ত প্রক্রিয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা পূর্ণ সহযোগিতা করব।’ 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত