হোম > সারা দেশ > কক্সবাজার

নিখোঁজের ২০ ঘণ্টা পর মাতামুহুরী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

নদীর পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে নদীতে এক যুবককে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। তাঁর বয়স ৩৫-৪০ বছর।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে মাতামুহুরী নদীতে অজ্ঞাত এক যুবক গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে নদীতে ডুবে যাচ্ছিলেন। এ সময় চিৎকার করলে স্থানীয়রা তা শুনতে পায়। এ সময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর পাঠায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে মেনে যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ১০ মিনিট পর যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর পরিচয় শনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে ছবি পাঠানো হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থল আসছে।’

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প