হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র ও পুলিশের নকল আইডিসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বাদশা ফাহাদ (২৩)। এ সময় তাঁর কাছ থেকে পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়। 

আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সুলতানপুর রমনিরহাট দক্ষিণ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বাদশা ফাহাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নে টহল দিচ্ছিল বেগমগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে আসতে দেখলে একটি মোটরসাইকেল গতিরোধ করার চেষ্টা করে পুলিশ। 

পরে বাদশা ফাহাদ মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি পাইপগান, ব্লেড, একটি মোটরসাইকেল ও পুলিশ কনস্টেবলের একটি নকল আইডি কার্ড জব্দ করা হয়। 

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ