চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপে জসীম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে জখম করে ইউএনও অফিসে আত্মসমর্পণ করেছেন। তাঁর স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৫)। আজ মঙ্গলবার বিকেলে শীলকুপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, জসীম উদ্দিন বাঁশখালী উপজেলার গন্ডামানা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের ছেলে। স্ত্রী সন্তান নিয়ে শীলকুপের মাইজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দা দিয়ে কুপিয়ে তিনি স্ত্রী ইয়াসমিন আক্তারকে জখম করেন। পরে তাঁদের সন্তান আমান উল্লাহ মা ইয়াসমিন আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি শফিউল কবীর বলেন, জসীম উদ্দীন নামে এক ব্যক্তি স্ত্রীকে কুপিয়ে আত্মসমর্পণ করেছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।