হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডব, শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

ফেনী প্রতিনিধি

ফেনীতে কালবৈশাখী ঝড়ে ধানগাছ হেলে পড়ে। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে কালবৈশাখী হানা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার পর ঘন কালো মেঘে ঢেকে যায় ফেনীর আকাশ। সাড়ে ১২টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ১০ মিনিট পর শুরু হয় প্রবল দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি, যা চলে বেলা সোয়া ১টা পর্যন্ত।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার, যা দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছিল। আজ ফেনীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ। বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ফেনীতে কালবৈশাখী ঝড়ে সড়কে পানি জমে যায়। ছবি: আজকের পত্রিকা

ঝড়ে জেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে আধা-পাকা ও কাঁচা ধান মাটিতে হেলে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পেঁপে, লাউ, কুমড়া ও অন্যান্য শাকসবজির খেত। এ ছাড়া দুর্ভোগে পড়েন নগরবাসী। শহরের পৌরসভা এলাকা, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চলমান এসএসসি পরীক্ষার্থীরা ও কর্মজীবী মানুষ পথ চলতে গিয়ে ভোগান্তির শিকার হন। কিছু সময়ের জন্য যানবাহন চলাচলও ব্যাহত হয়। তবে কালবৈশাখীর এই তাণ্ডবের মধ্যেও কিছুটা স্বস্তির পরশ এনে দেয় নিম্নমুখী তাপমাত্রা। টানা গরমের পর ঠান্ডা আবহাওয়া ফেনীবাসীকে স্বস্তি দেয়।

আবহাওয়া অধিদপ্তরের ফেনী কার্যালয়ের উচ্চমান পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই ঝড়-বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রায় বড়ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

ফেনী জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। প্রাথমিকভাবে ধান ও সবজির ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ঝড়ে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাননি তিনি। তবে কিছু কিছু এলাকায় ধান মাটিতে হেলে পড়েছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা