হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের তিন দিন পর আনোয়ার হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবক উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কার্গো বোট শ্রমিক। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার লবণ বহনকারী বোটের শ্রমিক আনোয়ার হোসেন কাজে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। 

মঙ্গলবার দুপুরে কাঁটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা নামক এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা পরিচয় শনাক্ত করেন।’ 

ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’ 

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘গত শনিবার সকালে আনোয়ার কার্গো বোটে কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। নানা জায়গায় তিন ধরে খুঁজেছি। পরে খালে লাশ পেলাম।’

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা