হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’ বলে সপ্তম শ্রেণি ছাত্রীর চিরকুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবার থাকে। সে ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। 

বেলা ১১টার দিকে বাসায় চিরকুট লিখে বের হয়ে যায় এই ছাত্রী। অংশ নেয় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া গণমিছিলে। চিরকুট পেয়ে হন্য হয়ে খুঁজেছে তার পরিবার। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার ভাই আব্দুল বিন মাসুদ (ছদ্মনাম)। পরে চট্টগ্রামের অলংকার মোড়ে তার সন্ধান মিলে।

আব্দুল বিন মাসুদ বলেন, ‘অনেক দিন ধরে সে অন্দোলনে যাবে বলছে। বাসায় অনুমতি দেয়নি। আজকে কাউকে না বলে চিরকুট লিখে বের হয়ে যায়। পরে ফেসবুকে পোস্ট দিলে বিকেলের দিকে অলংকার মোড়ে তার সন্ধান পাই। একটি বাসের হেল্পার ফেসবুকে ছবি দেখে কল করে জানালে আমরা গিয়ে নিয়ে আসি।’

আব্দুল বিন মাসুদ বলেন, ‘বাসায় আসার পর সে জানিয়েছে, ভাটিয়ারি থেকে মানুষজনের হেল্প নিয়ে জিইসিতে আসে সে। তারপর সেখান থেকে আন্দরকিল্লা গণমিছিলে অংশ নেয়।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক