হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’ বলে সপ্তম শ্রেণি ছাত্রীর চিরকুট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রিয়, ‘আব্বু-আম্মু, আপু তোমাদের অনেক বলেছি। তোমরা অনুমতি দাওনি। আমি একাই যাবো। মুর্দা নইলে জিন্দা ফিরবো। মাফ করে দিও। ভালো থেকো।’ এভাবে চিরকুট লিখে কাউকে না বলে সপ্তম শ্রেণির এক ছাত্রী আন্দোলনে শরিক হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার চট্টগ্রামে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ওই ছাত্রীর পরিবার থাকে। সে ভাটিয়ারি বিএম গেট এলাকার একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। 

বেলা ১১টার দিকে বাসায় চিরকুট লিখে বের হয়ে যায় এই ছাত্রী। অংশ নেয় চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে শুরু হওয়া গণমিছিলে। চিরকুট পেয়ে হন্য হয়ে খুঁজেছে তার পরিবার। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় বাধ্য হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার ভাই আব্দুল বিন মাসুদ (ছদ্মনাম)। পরে চট্টগ্রামের অলংকার মোড়ে তার সন্ধান মিলে।

আব্দুল বিন মাসুদ বলেন, ‘অনেক দিন ধরে সে অন্দোলনে যাবে বলছে। বাসায় অনুমতি দেয়নি। আজকে কাউকে না বলে চিরকুট লিখে বের হয়ে যায়। পরে ফেসবুকে পোস্ট দিলে বিকেলের দিকে অলংকার মোড়ে তার সন্ধান পাই। একটি বাসের হেল্পার ফেসবুকে ছবি দেখে কল করে জানালে আমরা গিয়ে নিয়ে আসি।’

আব্দুল বিন মাসুদ বলেন, ‘বাসায় আসার পর সে জানিয়েছে, ভাটিয়ারি থেকে মানুষজনের হেল্প নিয়ে জিইসিতে আসে সে। তারপর সেখান থেকে আন্দরকিল্লা গণমিছিলে অংশ নেয়।’

ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আটক

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

মতলব উত্তর যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে